Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলে বসে জুম মিটিং: বিএসএমএমইউ থেকে ডেসটিনির আমীন কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ১৯:১২ | আপডেট: ৩ জুলাই ২০২১ ২১:৩৩

ঢাকা: কারাগারের হাসপাতাল সেলে বসে জুম মিটিং করার অভিযোগে ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

শনিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ সারাবাংলাকে বলেন, ‘ডেসিটিনির রফিকুল আমীনকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে কেরানীগঞ্জ কারাগারে আনা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। তিনি এখন সুস্থ আছেন। তাই তাকে কারাগারে ফেরত আনা হয়েছে। তিনি প্রায় তিন মাস ধরে হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।’

বিজ্ঞাপন

কারাগারের একজন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘শনিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রফিকুল আমীনকে কেরানীগঞ্জের কারাগারে নেওয়া হয়। সেখানে তাকে অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর তাকে সেলে পাঠানো হবে।’

বিএসএমএমইউ হাসপাতালের সেলে বসে জুম মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগ ওঠে রফিকুল আমীনের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কারা অধিদফতর। একইসঙ্গে চারজন প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া চারজন সহকারী প্রধান কারারক্ষী এবং ৯ জন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং মামলায় রফিকুল আমীন ২০১২ সালের অক্টোবর থেকে কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থের কথা বলে বেশির ভাগ সময় তিনি হাসপাতালে কাটিয়েছেন। সবশেষ গত ১১ এপ্রিল তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়। ওই সময় তার হৃদযন্ত্র, কিডনি, অর্থোপেডিক্স ও ডায়াবেটিসের সমস্যা ছিল বলে জানায় কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হাসপাতালে থাকার সুযোগে তিনি বাইরে থাকা ডেসটিনির পুরাতন সদস্যদের একত্রিত করে ‘ডিটুকে’ নামে নতুন একটি এমএলএম কোম্পানি খুলে ব্যবসা চালু করেন। সেই ব্যবসার কর্মীদের মোটিভেশন দেওয়া এবং পরিকল্পনার অংশ হিসেবে জুম মিটিংয়ে অংশ নিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ ডেসটিনি বিএসএমএমইউ রফিকুল আমীন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর