Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ১৮:১৯

সুনামগঞ্জ: কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি না মানায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আটজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (৩ জুলাই) দুপুরে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের যৌথ নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের সূত্র জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার ১ জুলাই  থেকে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে তৃতীয় দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আদালত পরিচালনায় সহযোগিতা করে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না হয় আটজন ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলার আশারকান্দি ইউনিয়ন, মিরপুর ইউনিয়নের নয়াবন্দ বাজার ও মিরপুর বাজার, পৌর এলাকার কেশবপুর বাজারে অভিযান পরিচালনা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ সারাবাংলাকে বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি।

সারাবাংলা/এনএস

৮ ব্যবসায়ীকে জরিমানা কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস ভ্রাম্যমাণ আদালত সুনামগঞ্জ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর