জাপানে ভূমিধসের ঘটনায় নিখোঁজ ২০
৩ জুলাই ২০২১ ১৪:৩১
জাপানের কেন্দ্রীয় শহর আতমি’তে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন। শনিবার (৩ জুলাই) এই ভূমিধসের ঘটনাটি ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা।
দেশটির সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এনএইচকে জানায়, রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) শিজুওকা প্রদেশে এই ভূমিধসের ঘটনা ঘটে। এই বিপর্যয়ের ঘটনায় আলোচনার জন্য দ্রুতই বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বন্যার পানি সমুদ্রের টেউয়ের মতো আতমি শহরে আঘাত হানে। এতে করে একাধিক বাড়িঘর পানির স্রোতের সঙ্গে ভেসে যায়। এ সময় কিছু মানুষকে শঙ্কিত অবস্থায় জীবন বাঁচাতে দৌড়ে পালাতে দেখা যায়।
পানির ঢেউ আঘাত হানার কয়েক সেকেন্ড আগে ওই ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ‘এটি ভয়ঙ্কর।’
ওই প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে। এছাড়াও এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সরকারের সহযোগিতা চেয়েছে শিজুওকার কর্মকর্তারা।
উদ্ধার কাজ পরিচালনা ও জরুরি পরিষেবাসমূহ দ্রুত নিশ্চিত করার স্বার্থে ওই এলাকায় রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।
এনএইচকে’র প্রতিবেদন মতে, গত ৪৮ ঘণ্টা শিজুওকা ও কানাগাও প্রদেশে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে ওই অঞ্চলে বন্যা ও ভূমিধসের আগাম সতর্কবার্তা জানিয়েছিল স্থানীয় প্রশাসন।
প্রসঙ্গত, গত বছর প্রায় একই সময়ে জাপানের দক্ষিণ-পশ্চিমে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছিল।
সারাবাংলা/এনএস