Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইরে টহল ভেতরে জটলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ১২:৩২ | আপডেট: ৩ জুলাই ২০২১ ১৪:৩৭

ঢাকা: নভেল করোনাভাইরাস মোকাবিলায় কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন শনিবার অলিগলি ও কাঁচাবাজারগুলোতে মানুষের সমাগম বেড়েছে। তবে প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল অব্যাহত থাকায় প্রায় ফাঁকাই রয়েছে। মানুষের মধ্যে মাস্কবিহীন চলাচল এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার প্রবণতা দেখা গেছে। রাজধানীর আগাঁরগাও শেরেবাংলা নগর ঘুরে এমনই চিত্র চোখে পড়েছে।

সরেজমিন ঘুরে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতাররের সামনের রাস্তায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবও আনসারের যৌথ দলকে দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাপ্টেন সাজেদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমরা যৌথ বাহিনীর দশজনের একটি টহল দল এই এলাকা ঘুরে বেড়াচ্ছি। সাধারণ প্রশাসনকে সহযোগিতা করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের এ অভিযানে সাধারণ মানুষের সহায়তা পাচ্ছি।’

বিজ্ঞাপন

তালতলা, মোল্লাপাড়া ও বৌ বাজারে গিয়ে দেখা যায়, কাচাঁবাজার করতে আসা মানুষের ভিড়। বৌ বাজারে গিয়ে দেখা যায়, কেউ কেউ মাস্ক পরলেও অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্বের বালাই। গলির চায়ের দোকানগুলোতে বসে বসে চা নাস্তা খাচ্ছে। প্রধান সড়কে ফাঁকা থাকলেও গলিগুলো দেখে বোঝার উপায় নেই দেশে কঠোর বিধিনিষেধ চলছে।

পশ্চিম আগারগাঁও বিএনপি বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতাদের ব্যাপক আনাগোনা। এখানেও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই।

এ সময় কথা হয় কামরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘কাঁচাবাজার না করলে খাব কী? আজকে দুই-তিনদিনের কাজার একসঙ্গে করতে এসেছি।’

সারাবাংলা/জেজে/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস বিধিনিষেধ লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর