Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কদমতলী-কেরানীগঞ্জে মানুষের চাপ, গন্তব্য বিভিন্ন ফ্যাক্টারি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ১২:০৫

ঢাকা: রাজধানীর প্রবেশপথ কদমতলী ও পার্শ্ববর্তী কেরানীগঞ্জে বিধিনিষেধের তৃতীয়দিনে রাস্তায় মানুষের চাপ বেড়েছে। তাদের অধিকাংশের গন্তব্যস্থল স্থানীয় কল-কারখানা। প্রত্যেকের একই কথা আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজে যাচ্ছি।

শনিবার (৩ জুলাই) সকালে এই চিত্র দেখা যায়।

জয়নুল আবেদীন নামে কদমতলীর একজন পথচারী বলেন, ‘আমি বাবু বাজারে ফার্মেসিতে চাকরি করি। আমার কাজ বন্ধ নেই, তাই বের হয়েছি।’

মিটফোর্ডে সরদার ফার্মেসিতে কাজ করেন আকাশ। তিনি বলেন, ‘আমিও ফার্মেসিতে কাজ করি। ফার্মেসি বিধিনিষেধের আওতার বাইরে। তাই আমি রাস্তায় বের হয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিধিনিষেধের একটি অসুবিধা হচ্ছে গাড়ি মিলছে না। রাস্তায় রিকশা থাকলেও ১০ টাকার ভাড়া চাইছে ৪০ টাকা। এ জন্য হাতে সময় নিয়ে হেঁটে যাচ্ছি।’

বাবু বাজার ব্রিজ সংলগ্ন মিটফোর্ডের কেমিক্যাল ফ্যাক্টারিতে কাজ করেন সোহেল রানা। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমাদের গোডাউন এখনও বন্ধ হয়নি। চাকরি বাঁচাতে আমাকে তো কাজে যেতেই হবে।’

জানতে চাইলে কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই বোরহান উদ্দিন সারাবাংলাকে বলেন বলেন, ‘আমরা সরকারি নির্দেশমতে সকাল থেকে কাজ করে যাচ্ছি। এখানকার বেশিরভাগ মানুষই বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিক। তাই তাদের বাধা দিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এআই/একে

কদমতলী করোনা করোনাভাইরাস টপ নিউজ বিধিনিষেধ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর