টাঙ্গাইলে পিকআপ ভ্যান-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
৩ জুলাই ২০২১ ১১:১১ | আপডেট: ৩ জুলাই ২০২১ ১২:৫২
টাঙ্গাইল: টাঙ্গাইলে কালিহাতী উপজেলার হাতিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে মহাসড়কের কালিহাতি উপজেলার হাতিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বঙ্গবন্ধুসেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মাছভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হয় অন্তত সাতজন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া পরে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।
সারাবাংলা/এনএস