Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরের মধ্যে আসছে ১০ কোটি ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ০০:৪৬ | আপডেট: ৩ জুলাই ২০২১ ১০:৪৩

ঢাকা: আগামী ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ১০ কোটি ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা মডার্নার ভ্যাকসিন গ্রহণকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা জোরেশোরে শুরুর পরও কাঙ্ক্ষিত ভ্যাকসিন না পাওয়ায় তা ধরে রাখতে পারিনি। আশা করছি ভ্যাকসিনের আর কোনো অভাব হবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে বলছি, আমরা ১৩ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করলাম। আরও ১২ লাখ ডোজ ভ্যাকসিন সকালে এসে পৌঁছাবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি, আগামীতে আরও পাব। ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ভ্যাকসিন আসবে, যা ৫ কোটি মানুষকে দেওয়া যাবে।’

ভ্যাকসিন গ্রহণকালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য ভ্যাকসিন কেনার নির্দেশ দিয়েছেন, অর্থ নিয়ে কোনো সমস্যা নেই।’

শুক্রবার রাতে সাড়ে ১২ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে।

মডার্নার তৈরি এই ভ্যাকসিন ১৮ বছর বা এর বেশি বয়সের মানুষকে দেওয়া যায়। প্রত্যেককে এই ভ্যাকসিন দুই ডোজ করে দিতে হয়। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দিতে হবে দ্বিতীয় ডোজ।

মডার্নার এই ভ্যাকসিন মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় যা বাংলাদেশের জন্য কঠিন। তবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ ভ্যাকসিন ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর ৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ভ্যাকসিন ১২ ঘণ্টা ব্যবহারের উপযোগী থাকে।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মডার্নার ভ্যাকসিন কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর।

বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স এর আগে ফাইজারের তৈরি ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন দিয়েছে বাংলাদেশকে, যা ৩১ মে দেশে পৌঁছায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হলো কোভ্যাক্স, যা বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে।

সারাবাংলা/এসবি/একে

জাহিদ মালেক টপ নিউজ নভেল করোনাভাইরাস স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর