Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে অক্সিজেন সিলিন্ডার দিলো সিটি ব্যাংক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ২০:০৫

নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অক্সিজেন সরবরাহের ভান্ডারে আরও ৩৫টি নতুন অক্সিজেন সিলিন্ডার যুক্ত হয়েছে। দি সিটি ব্যাংক লিমিটেড এই ৩৫টি সিলিন্ডার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে উপহার দিয়েছে। আজ শুক্রবার ফাউন্ডেশনের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানান, এই সিলিন্ডারগুলো নড়াইলের দুই কৃতি সন্তান বিকাশ কুমার সাহার (যুগ্ম সচিব) আহ্বানে ও মোতাছিম বিল্লাহ সিজনের মধ্যস্থতায় দিয়েছে সিটি ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ। এসময় তিনি ফাউন্ডেশন ও নড়াইলবাসীর পক্ষ থেকে দি সিটি ব্যাংক লিমিটেড ও নড়াইলের দুই কৃতি সন্তানের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

সারাদেশের মতো বিগত কয়েক সপ্তাহ নড়াইলে করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়ে গিয়েছে। করোনা মহামারির শুরু থেকেই নড়াইলের মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার সরবরাহ করে যাচ্ছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। বর্তমানে নড়াইলে করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় অক্সিজেন সিলিন্ডারের চাহিদাও বেড়েছে। এমন অবস্থায় নতুন এই ৩৫টি সিলিন্ডার নড়াইলবাসীর জন্য খুব উপকারে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া করোনাকালে সিটি ব্যাংক লিমিটেড নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে খাবার সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই সরবরাহ করেছে।

সারাবাংলা/এসএসএ

মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর