Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে বিধিনিষেধ অমান্য করায় ২৫৭টি মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ১৯:৪১

লালমনিরহাট: কঠোর বিধিনিষেধের প্রথম দিনে জেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ২৫৭টি মামলায় এক লাখ ২২ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর এ তথ্য জানান।

জেলার পাঁচ উপজেলায় গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) ১৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে এই মামলা ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৫টি উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৫টি মোবাইল কোর্ট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিধিনিষেধের প্রথম দিনে এসব উপজেলায় ২৫৭টি মামলায় এক লাখ ২২ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ঘোষিত বিধিনিষেধে উপজেলাসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। এ সময় যারা মাস্ক পরেননি বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/এনএস

কঠোর বিধিনিষেধ বিধিনিষেধ অমান্য করায় ২৫৭টি মামলা লালমনিরহাট

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর