Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ‘তৃতীয় সর্বোচ্চ’ সংক্রমণের হারের নতুন রেকর্ড

সারাবাংলা ডেস্ক
২ জুলাই ২০২১ ১৯:৩০

ফাইল ছবি

সবশেষ ২৪ ঘণ্টায় দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যুর সাক্ষীও হয়েছে বাংলাদেশ। কেবল সংক্রমণ শনাক্ত ও মৃত্যু নয়, একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হারেও নতুন রেকর্ড হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২৮ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের এই হার দেশের ইতিহাসে খাতা-কলমে চতুর্থ হলেও কার্যত তৃতীয় সর্বোচ্চ।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের তথ্য তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন- একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ মৃত্যু, ৮৪৮৩ শনাক্তের রেকর্ড

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৬৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ৩০ হাজার ৩৮৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি নমুনা। আর এসব নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টার এই সংক্রমণ শনাক্তের হার গত বছরের ৩ আগস্টের পর থেকে সর্বোচ্চ। ওই দিন ৪ হাজার ২৪৯টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৩৫৬ জনের শরীরে। সে হিসাবে ওই দিন সংক্রমণ শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯১ শতাংশ। এরপর আর একদিনে সংক্রমণের হার এত বেশি আর কোনোদিন পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সংক্রমণের হার সর্বোচ্চ যে দিনগুলোতে

দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর আগে জানুয়ারি থেকেই নমুনা পরীক্ষা হচ্ছিল। ৮ মার্চ থেকে প্রতিদিনের নমুনা পরীক্ষার তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদফতর। ওই সময় ১৮ মার্চ একদিনে ১০টি নমুনা পরীক্ষায় চার জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। খাতা-কলমের হিসাবে দেশে একদিনে করোনা সংক্রমণের হার সেটিই সর্বোচ্চ। তবে শুরুর কয়েকদিনের যৎসামান্য নমুনা পরীক্ষাকে আমলে না নিলে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণের হার পাওয়া গেছে গত বছরের ১২ জুলাই। সেদিন ৮ হাজার ৬৮টি নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছিল ২ হাজার ৬৬৬টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ০৪ শতাংশ।

সর্বোচ্চ সংক্রমণের হারের তালিকায় এর পরের অবস্থানে রয়েছে গত বছরের ৩ আগস্ট। ওই দিন ৪ হাজার ২৪৯ নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয় ১ হাজার ৩৫৬টি। সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ৯১ শতাংশ। এরপর আজকের দিনের আগ পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণের হার ছিল গত বছরের ১৯ জুন। ওই দিন ১২ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৪৩টি নমুনায় সংক্রমণ শনাক্ত হয়েছিল। সংক্রমণের হার ছিল ২৬ দশমিক ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হারকে ছাড়িয়ে ২৮ শতাংশেরও বেশি হারে করোনা সংক্রমণ শনাক্ত হলো।

এছাড়া গত বছরের ১৫ জুলাই ২৫ দশমিক ২৩ শতাংশ, ১ আগস্ট ২৪ দশমিক ৯৮ শতাংশ, ১৩ জুলাই ২৪ দশমিক ৯৪ শতাংশ, ৪ আগস্ট ২৪ দশমিক ৮৭ শতাংশ, ১৮ জুলাই ২৪ দশমিক ৮০ শতাংশ, ২৫ জুলাই ২৪ দশমিক ১২ শতাংশ ও ২ আগস্ট ২৪ দশমিক ০৫ শতাংশ হারে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় দেশে।

আর এ বছর গত কয়েকদিনের মধ্যে ২৮ জুন ২৩ দশমিক ৮৫ শতাংশ, ২৯ জুন ২৩ দশমিক ৯৭ শতাংশ, ৩০ জুন ২৫ দশমিক ১৩ শতাংশ এবং গতকাল ১ জুলাই ২৫ দশমিক ৮৯ শতাংশ হারে সংক্রমণ শনাক্ত হয়েছে।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ টপ নিউজ নমুনা পরীক্ষা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর