বল কুড়াতে সড়কে, র্যাবের গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু
২ জুলাই ২০২১ ১৯:১০ | আপডেট: ২ জুলাই ২০২১ ২২:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ব্যস্ত সড়কে ফুটবল কুড়াতে গিয়ে দ্রুতগামী র্যাবের মাইক্রোবাসের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় সাগরপাড়ে আউটার রিং রোডে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
মৃত মো. আইনুল (১৫) নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহরের মাইজপাড়া এলাকার ওমর আলী বাড়ির জনৈক মো. আনসারের ছেলে। আইনুল একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই মো. আবছার।
আবছার সারাবাংলাকে বলেন, ‘লকডাউনের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ। সেজন্য বিকেলে বন্ধুদের সঙ্গে সাগরপাড়ে আনন্দবাজার এলাকায় আইনুলরা ফুটবল খেলতে গিয়েছিল। আউটার রিং রোডের নিচে মাঠে খেলছিল। বল গিয়ে পড়ে সড়কে। সেটা আনার পর রাস্তায় ওঠার পর র্যাবের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে আইনুল আহত হয়।’
আহত আইনুলকে বিকেল ৫টা ২০ মিনিটে র্যাব সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সাগরপাড়ে আউটার রিং রোডে সড়ক প্রশস্ত ও খানাখন্দ না থাকায় গাড়ি দ্রুতগতিতে চলে। লকডাউনের মধ্যে গাড়ি কম ছিল। এর মধ্যে কিশোর আইনুল রাস্তা পার হওয়ার সময় র্যাবের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে আহত হয়ে পরে মারা যায়।’
সারাবাংলা/আরডি/এনএস