Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদ-নদীর পানি বেড়ে প্লাবিত নিচু এলাকা, কুড়িগ্রামে বন্যার শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ১৯:৪০ | আপডেট: ২ জুলাই ২০২১ ২৩:১৩

কুড়িগ্রাম: জেলায় কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়ে পড়েছে নদ-নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো। এতে বিঘ্নিত হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে এসব এলাকার সবজি ক্ষেত।

এদিকে পানিবৃদ্ধির সাথে সাথে তিস্তা নদীর দুই পাড় জুড়ে শুরু হয়েছে ভাঙন। অন্যান্য নদ-নদীর ভাঙন রোধে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান থাকলেও তিস্তা নদীর স্থায়ী ভাঙনরোধে সরকারের মহাপরিকল্পনার কারণে এখানে কোনো প্রকল্প নেই। ফলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তার দুইপাড়ে বিভিন্ন স্পটে ভাঙন শুরু হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এছাড়া উজানের পানি আর বৃষ্টির ফলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশংকা করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার মমিন মিয়া জানান, ধরলার পানি বৃদ্ধি পেয়ে তার পটল ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে দ ‘একদিনের মধ্যে নিচু এলাকার ঘর-বাড়িতে পানি ঢুকে পড়বে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও স্রোত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কুড়িগ্রাম টপ নিউজ নদ-নদীর পানি বন্যার শঙ্কা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর