Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ১৭:৪৬ | আপডেট: ২ জুলাই ২০২১ ১৭:৪৭

ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছেন। এতে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের ভালুকার একজন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ৮৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে নতুন ৭৮ জনসহ মোট ২২২ জন চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছেন ডা. মহিউদ্দিন খান মুন।

সারাবাংলা/এনএস

করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু করোনাভাইরাসে মৃত্যু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর