Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ৪ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ১৭:০০

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলায় বিএনপির সভাপতি ও শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী (৫০) এবং তার বাবা আলহাজ ইয়াকুব আলী (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছেন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩০ জুন আজগর আলী শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হরিপুর হাসপাতালে ভর্তি হয়। পরে করোনা পজেটিভ আসায় ওই দিন রাতেই দিনাজপুর এম আব্দুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে আজগর আলীর পিতা ইয়াকুব আলীর জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যায় ওই হাসপাতালে ভর্তি হলে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গত ১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিতা ইয়াকুব আলীর মৃত্যু হয়। অপরদিকে তার পুত্র আজগর আলী রাত সাড়ে ১২টার দিকে মারা যান।

বিজ্ঞাপন

বাবা-ছেলের মৃত্যুতে উপজেলা বিএনপি, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/এসএসএ

ঠাকুরগাঁও বাবা-ছেলের মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর