Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধকে হত্যার অভিযোগ

লোকাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ১৬:৪৫

সাভার: আশুলিয়ায় পাওনা টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে জয়নাল আবেদীন (৬০) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ঘাতক অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

শুক্রবার (২ জুলাই) আশুলিয়ার ভাদাইল এলাকার হাজী লাল মিয়া মসজিদের সামনে লতিফ ভান্ডারীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। সকালে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে আবু তালেব (২৬) বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নিহত জয়নাল আবেদীন রংপুর জেলার পীরগাছা থানার ষাটভিটা এলাকার মৃত বারোমনছেরের ছেলে। ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি ওই এলাকায় ভাড়া থেকে মাদক বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাতক ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তরুণ নিহত জয়নালের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিল। এই টাকা ফেরত চাইলে তালবাহানা করে ওই তরুণ। পরে সুযোগ বুঝে কোনো একসময়ে জয়নালকে হত্যা করে পালিয়ে যায় ওই তরুণ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে তালেব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি ওই যুবকের বিস্তারিত পরিচয় শনাক্তসহ তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এমও

ধারের টাকা বৃদ্ধকে হত্যা