Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ১৫:৫৭

নরসিংদী: জেলার ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক ও যাত্রীসহ দু’জন নিহত হয়েছেস। শুক্রবার (২ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন কান্দাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক কান্দাইল এলাকার জামান মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০) ও কিশোরগঞ্জ বাজিতপুরের নূরুল ইসলামের ছেলে ফারিকুল ইসলাম (২১)।

মাধবদী থানার উপপরিদর্শক মো. মাহবুবুল হক রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে একজন যাত্রী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ডে একটি অটোরিকশা অবস্থান করছিলো। এসময় নরসিংদীগামী একটি কাভার্ডভ্যান কান্দাইল বাসস্ট্যান্ডে পৌঁছলে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অটোরিকশার ওপরে পরে যায়। এসময় উল্টে যাওয়া কাভার্ডভ্যানের চাপায় অটোরিক্সা চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের টিম ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এমও

২ জন নিহত কাভার্ড ভ্যান নরসিংদী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর