যমুনায় ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪৬ সেন্টিমিটার
২ জুলাই ২০২১ ১৪:২৬ | আপডেট: ২ জুলাই ২০২১ ১৮:১৫
সিরাজগঞ্জ: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে পানি এখনো বিপৎসীমার কিছুটা নিচে আছে। আগামী কয়েকদিন পানি বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকলে তা বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পাউবো’র তথ্য বলছে, যমুনায় এখনো বিপৎসীমার ১ দশমিক ৪১ মিটার (১৪১ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে, যমুনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্ন এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। অন্যদিকে জেলার সদর, চৌহালী, শাহজাদপুর ও কাজিপুরের বেশ কিছু এলাকায় শুরু হয়েছে ভাঙন।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, টানা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া উজান থেকে ঢল নেমেছে। এতে গত কয়েকদিন ধরেই নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এর পরিমাণ ৪৬ সেন্টিমিটার।
শফিকুল ইসলাম আরও বলেন, আবহাওয়া অফিসের তথ্য বলছে, বৃষ্টি হয়তো আরও কয়েকদিন চলবে। পাহাড়ি ঢলও অব্যাহত থাকতে পারে। তাতে নদীর পানিও কয়েকদিন ধরে বাড়তে পারে। এ ক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যেই যমুনায় পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
সারাবাংলা/টিআর