ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৪ লাখ
২ জুলাই ২০২১ ১৪:০৬ | আপডেট: ২ জুলাই ২০২১ ১৮:০৫
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী ব্যাপক হারে ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভারত। এরকম একটি সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ৪ লাখ। এর আগে কেবল যুক্তরাষ্ট্র আর ব্রাজিলেই করোনায় আক্রান্ত ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, মাঝখানে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর পরিমাণ কিছুটা কমেছিল। তবে বৃহস্পতিবারের হিসাব বলছে, আগের ২৪ ঘণ্টায় ফের সহস্রাধিক মৃত্যু হয়েছে দেশটিতে। তাতে ভারতে করোনায় মৃত্যু দাঁড়িয়েছিল ৩ লাখ ৯৯ ৪৫৯ জনে। শুক্রবার সকালের হিসাবে সেটি ৪ লাখ ছাড়িয়ে ৪ লাখ ৩৪৪ জনে দাঁড়িয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, সরকারি হিসাবে ৪ লাখ দেখানো হলেও ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কেননা দেশটিতে আনুষ্ঠানিকভাবে অনেক মৃত্যুকেই করোনায় মৃত্যু হিসেবে গণনা করা হয়নি।
এদিকে, মে মাসে ভারতে একদিনে সংক্রমণ ৪ লাখ পেরিয়ে গেলেও এখন সেটি ৪০ হাজারের আশপাশে নেমে এসেছে। সবশেষ তথ্য বলছে, দেশটিতে মোট সংক্রমণের পরিমাণ ২ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৮৬৪ জন। এর আগে কেবল যুক্তরাষ্ট্রে ৩ কোটির বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমান প্রবণতা বলছে, দ্বিতীয় দেশ হিসেবে ভারতে তিন কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে। এর মধ্যে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথাও জানিয়ে রেখেছন বিশেষজ্ঞরা।
লক্ষাধিক মৃত্যু আরও যেসব দেশে
৬ লাখেরও বেশি মৃত্যু নিয়ে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রাজিলে ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। ভারত তৃতীয় দেশ হিসেবে ৪ লাখ মৃত্যুর সাক্ষী হলো। এর কেবল মেক্সিকোতে করোনায় মারা গেছেন ২ লাখের বেশি মানুষ। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ২৪৮।
করোনায় লক্ষাধিক মৃত্যু দেখা গেছে আরও ছয়টি দেশে। শুক্রবার দুপুরের হিসাবে পেরুতে ১ লাখ ৯২ হাজার ৬৮৭ জন, রাশিয়ায় ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ জন, যুক্তরাজ্যে ১ লাখ ২৮ হাজার ১৬২ জন, ইতালিতে ১ লাখ ২৭ হাজার ৫৮৭ জন, ফ্রান্সে ১ লাখ ১১ হাজার ১১১ জন এবং কলম্বিয়াতে ১ লাখ ৭ হাজার ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়াও আর্জেন্টিনা ও জার্মানিতে ৯০ হাজারের বেশি; ইরান ও স্পেনে ৮০ হাজারের বেশি; পোল্যান্ডে ৭০ হাজারের বেশি; দক্ষিণ আফ্রিকায় ৬০ হাজারের বেশি; ইন্দোনেশিয়া ও ইউক্রেনে ৫০ হাজারের বেশি; তুরস্কে ৪০ হাজারের বেশি; রোমানিয়া, চিলি ও চেক রিপাবলিকে ৩০ হাজারের বেশি; হাঙ্গেরি, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, পাকিস্তান ও ইকুয়েডরে ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশসহ আরও ১৫টি দেশে এই সংখ্যা ১০ হাজারের বেশি।
সারাবাংলা/টিআর