Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ৯৪, করোনায় মৃত্যু আরও ৫ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ১২:৪১ | আপডেট: ২ জুলাই ২০২১ ১৮:১৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৯৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন আরও পাঁচ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৯ জনে। আর জেলায় মোট মারা গেলেন করোনা আক্রান্ত  ৯৪ জন।

শুক্রবার (২ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় যে চার জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তারা হলেন— চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিকপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান (৭০), চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ধুতুরহাট গ্রামের মোস্তাফিজুর রহমান টুটুল (৩৮), চুয়াডাঙ্গা পলাশ পাড়ার রড ও সিমেন্ট ব্যবসায়ী একরামুল হক,(৫০) ,পলাশপাড়ার জিন্নাত আলী (৫০) ও চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় গ্রামের রিতা (৪৫)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক (৬৫), পৌর এলাকার বেলগাছীর ফাতেমা (৫৫) ও শান্তিপাড়ার গোলাম সরোয়ার (৬৭)।

ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, জেলায় নতুন করে যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলার অধিবাসী ৪২ জন। এছাড়া আলমডাঙ্গা উপজেলায় ৯ জন, দামুড়হুদা উপজেলায় ৪ জন ও জীবননগর উপজেলায় ৩৯ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এদিন মোট ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে এই ৯৪ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়। সে হিসাবে শনাক্তের হার ৩৬ দশমিক ২৯ শতাংশ। এছাড়া জেলা থেকে বৃহস্পতিবার আরও ২৫৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে জেলা থেকে এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৩১টি। এর মধ্যে ১৩ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য আরও বলছে, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩ হাজার ৪৯৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ২৮১ জন। মারা গেছেন জেলায় ৯৪ জন ও রেফার্ড রোগী জেলার বাইরে ১৪ জন মিলে মোট ১০৮ জন। বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৮৯ জন জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৭২ জন।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন এবং দামুড়হুদা ও জীবননগর উপজেলায় লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর