Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাসাদে ফিরলেন প্রিন্সেস ডায়ানা

আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই ২০২১ ০৯:৩২ | আপডেট: ২ জুলাই ২০২১ ১৭:৩১

প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্মদিন উপলক্ষে সাবেক বাসভবন লন্ডনের কেনসিংটন প্রাসাদে একটি স্মারক ভাস্কর্য উন্মোচন করেছেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি। ভাস্কর্যটি তৈরি করেছেন শিল্পী ইয়ান র‌্যাঙ্ক ব্রডলে।

বৃহস্পতিবার (১ জুন) মায়ের ভাস্কর্য উন্মোচনকে সামনে রেখে চলতি বছরের এপ্রিলের পর দুই রাজপুত্র একসঙ্গে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন।

এর আগে, ২০১৭ সালেই ডায়ানার একটি ভাস্কর্য স্থাপনের কথা প্রস্তাব করা হয়। কিন্তু, ভাস্কর্য কোথায় বসবে, ভাস্কর্যকে ঘিরে তীর্থ গড়ে উঠবে কি না — এরকম নানান জটিলতার মুখে; ডায়ানার ভাস্কর্যের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। যদিও কমিটি ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে মত দেয়। তা সত্ত্বেও ২০১৮ সালেই প্রস্তুত থাকা ভাস্কর্যটি এতোদিন পর কেনসিংটন প্রাসাদে বসানো হলো।

এদিকে ডেইলি মেইল জানাচ্ছে, হ্যারির রাজপ্রাসাদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বড় ভাই উইলিয়ামের সঙ্গে সম্পর্ক ক্রমশ শীতল হতে শুরু করে। দিনকে দিন তাদের মধ্যে মতপার্থক্য বাড়তে থাকে। তাদের দ্বৈরথের কথা সংবাদ মাধ্যমেও চাউর হয়। তার সূত্র ধরেই, দুই ভাইয়ের সম্পর্কে আরও অবনতি হয় বলে কয়েকটি ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ডায়ানার স্মরণে দেওয়া এক যৌথ বিবৃতিতে দুই রাজপুত্র বলেন, মায়ের ভালোবাসা-শক্তি-বৈশিষ্ট্য সবই যেনো তাদের কাছে টাটকা স্মৃতি। নিজগুনে তিনি বৈশ্বিক কল্যাণের কেন্দ্রে পরিণত হয়েছিলেন। অগণিত মানুষের জীবন বদলে দিয়েছিলেন ডায়ানা। প্রতিদিনই মনে হয় মা এখনো তাদের সঙ্গেই রয়েছেন।

নবনির্মিত এই ভাস্কর্য প্রিন্সেস ডায়ানার জীবন এবং উত্তরাধিকারের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৬১ সালে জন্ম নেওয়া প্রিন্সেস ডায়ানা ছিলেন ব্রিটিশ রাজপরিবারের জনপ্রিয়তম পুত্রবধূ। কিন্তু, রানি তথা রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক সুখকর ছিল না। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

সারাবাংলা/একেএম

কেনসিংটন প্রাসাদ টপ নিউজ প্রিন্স উইলিয়াম প্রিন্সেস ডায়ানা হ্যারি-মেগান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর