Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক যাত্রীদের জন্য চালু অভ্যন্তরীণ ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ২০:৫৬

ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক যাত্রীদের সুবিধার জন্য অভ্যন্তরীণ রুটে দেশি এয়ারলাইনসগুলোকে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এ অনুমতি দেয়।

এর আগে কঠোর বিধিনিষেধের কারণে বুধবার অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের পরিপত্র জারি করে সরকার। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমানও বুধবার ৭ দিনের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়। তবে বৃহস্পতিবার আন্তর্জাতিক রুটের যাত্রীদের সুবিধার জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি পেল দেশের এয়ারলাইন্সগুলো। যার ফলে দেশীয় ৩টি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান, নভোএয়ার এবং ইউএস বাংলা ফ্লাইট পরিচালনার সুযোগ পাচ্ছে। তবে বিদেশ থেকে আসা যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবহার করতে পারবেন।

অপরদিকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকলেও বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে। একই সঙ্গে চালু রয়েছে, ত্রাণ ও চিকিৎসা কাজে ব্যবহৃত ফ্লাইট ও কার্গো ফ্লাইট। এমনকি চার্টার্ড ফ্লাইটও চলাচল করছে।

সারাবাংলা/এসজে/একে

অভ্যন্তরীণ ফ্লাইট আন্তর্জাতিক যাত্রী করোনা করোনাভাইরাস বিধিনিষেধ বিমান

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর