Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরিয়ায় দেশের নতুন রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ১৯:১৩

ঢাকা: কূটনীতিক দেলোয়ার হোসেনকে কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের মহাপরিচালক পদের দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১ জুলাই) এই তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যডারের ১৭তম ব্যাচে যোগ দেন দেলোয়ার হোসেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে প্যারিস, ত্রিপোলি, থিম্পু, বেইজিংসহ বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে বিভিন্ন উইংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

বিজ্ঞাপন

কূটনীতিক দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেন। তিনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল বিদ্যায় বিএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ফ্রান্সের একটি আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা করেছেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক তিনি।

সারাবাংলা/জেআইএল/পিটিএম

কোরিয়া রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর