Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকো’য় দেশের নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ১৯:০৯

ঢাকা: রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকো’য় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পদে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেক্সিকোর পাশাপাশি কোস্টারিকা, ইকুয়েডর, গুয়েতেমালা ও হন্ডুরাসের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রক্ষার দায়িত্বও পালন করবেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

বিজ্ঞাপন

বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যডারের ১৫তম ব্যাচে যোগ দেন তিনি। দীর্ঘ কূটনৈতিক জীবনে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কোলকাতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে বিভিন্ন উইং’য়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এম এ করেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার মানস বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে এম এ করেন।

সারাবাংলা/জেআইএল/একে

আবিদা ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় মেক্সিকো রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর