Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা ২৫ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ১৮:২০ | আপডেট: ১ জুলাই ২০২১ ২০:০৩

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের ১৯ ডিসেম্বর এবং চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি যেসব পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্রই তারাই এই মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র প্রবেশপত্র প্রদর্শন করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। পরীক্ষার সময়সূচি এবং স্থান অন্যান্য যাবতীয় বিষয় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গত ২৯ মে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তকরণে শিক্ষানবিসদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ৫ হাজার ৩৩৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর এবং পরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন অংশ নেন।

গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন জটিল এবং করোনার মধ্যে পরীক্ষা নেওয়ার অভিযোগ করে কিছু সংখ্যক পরীক্ষার্থী বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় মামলা দায়ের এবং অর্ধশতাধিক পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।

সেদিন পাঁচ কেন্দ্রে বিশৃঙ্খলার পর সেই কেন্দ্রগুলোর পরীক্ষা স্থগিত করা হয়। পরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়া হয়।

বার কাউন্সিলে আইনজীবীদের সনদ পেতে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার ওই তিন ধাপের যে কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয়বারও ফেল করলে তাদের আবার শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়। সে অনুসারে, ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিস আইনজীবীর মধ্যে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৫৮ জন সনদপ্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশ নেন।

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী টপ নিউজ বার কাউন্সিল পরীক্ষা শিক্ষানবিস আইনজীবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর