Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিনের অগ্রাধিকারে আইনজীবীদের অন্তর্ভুক্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ১৭:৫৬ | আপডেট: ১ জুলাই ২০২১ ১৮:১৪

ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত সব আইনজীবীকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ  বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩০ জুন) এ আদেশ দেন। আদেশের বিষয়টি বৃহস্পতিবার (১ জুলাই) সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

বিজ্ঞাপন

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী জেড আই খান পান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রিটের শুনানিতে অংশ নিয়ে তার মতামত দেন।

আইনজীবীরা জানান, করোনার ভাইরাসের টিকা প্রদানের অগ্রাধিকারের তালিকায় ১৯ ধরনের শ্রেণি-পেশার মানুষের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্তি চেয়ে গত ১১ এপ্রিল রিট আবেদন করেন মো. আবু তালেব।

এর আগে গত ৩১ মার্চ সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করা হয়। এ রিট আবেদনে গত ১৩ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত করোনারভাইরাসের ভ্যাকসিনে অগ্রাধিকারের তালিকায় আইনজীবীদের অন্তর্ভুক্তের নির্দেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

করোনা ভ্যাকসিন করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর