Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ২৪ ঘণ্টায় সহস্রাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১ জুলাই ২০২১ ১৮:১৩ | আপডেট: ১ জুলাই ২০২১ ২৩:৫২

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা ফের হাজার ছাড়িয়েছে; দৈনিক সংক্রমণও বেড়েছে ছয় শতাংশ।

বৃহস্পতিবার (১ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ৭৮৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে এক হাজার পাঁচ জনের।

এর আগের তিন দিন দেশটিতে করোনায় মৃত্যু হাজারের নিচে নেমে এসেছিল। বুধবার ৮১৭ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছিল। যা ৭৮ দিনের মধ্যে সর্বনিম্ন। কিন্তু, ২৪ ঘণ্টা না পেরুতেই মৃতের সংখ্যা ফের হাজার ছাড়াল।

এ নিয়ে ভারতে করোনায় মোট তিন লাখ ৯৯ হাজার ৪৫৯ জনের মৃত্যু সরকারিভাবে জানানো হয়েছে। আর মোট শনাক্ত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি চার লাখ ১১ হাজার ৬৩৪। তবে, টানা ৪৯ দিন ধরে দেশটিতে করোনা শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ২৩ হাজার ২৫৭ জন। যা এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর মাত্র এক দশমিক ৭২ শতাংশ।

এছাড়াও, টানা ২৪ দিন ধরে দেশটিতে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। বৃহস্পতিবার এই হার দুই দশমিক ৫৪ এ নেমে এসেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার পর ভারতজুড়ে ৩৩ কোটি ৫৭ লাখ লোক করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছেন। চলতি বছরের মধ্যেই দেশটির সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।

সারাবাংলা/একেএম

করোনাভাইরাস করোনায় মৃত্যু ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর