Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিগলির দোকানপাটে স্বাস্থ্যবিধির বালাই নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ১৭:৪১ | আপডেট: ১ জুলাই ২০২১ ২৩:২২

ঢাকা: সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে প্রধান সড়কে জনসমাগম কম থাকলেও অলিগলির রাস্তার চিত্র একেবারেই ভিন্ন। মুদি দোকান ও চায়ের দোকানগুলোতে ক্রেতাদের বাড়তি জটলা দেখা গেছে। খোলা দোকানপাটের সামনে কেউ কেউ খোশগল্পেও মেতেছেন। মানছেন না কোনো ধরনের বিধিনিষেধ। অন্যদিকে কাঁচাবাজারেও স্বাস্থ্যবিধি অনুসরণের প্রবণতা দেখা যায়নি বেশিরভাগ মানুষের মধ্যে। ক্রেতা-বিক্রেতা অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর মহাখালী, আড়জতপাড়া, নাখালপাড়া ও তেজগাঁও এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দুপুরে আড়জতপাড়ার বউবাজারের একটি চায়ের দোকানে দেখা গেল ক্রেতাদের ভিড়। দোকানের ভেতরে ক্রেতাদের বসার জন্য টুলের ব্যবস্থাও ছিল, সেখানে বসেছিলেন কয়েকজন। জানতে চাইলে দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকার ভেতর বলেই দোকানের ভেতর ক্রেতাদের বসতে দিয়েছি। বাজার কমিটি আমাদের নির্দেশনা দিয়েছে, ৫টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তাই দোকানে চা বিক্রি করছি।

এদিকে আড়জতপাড়ার গলির ভেতরের আরেক চায়ের দোকানের সামনে দেখা গেল ক্রেতাদের জটলা। ক্রেতাদের ভিড়ে রাস্তা বন্ধ হওয়ার উপক্রম। একই চিত্র দেখা গেছে আশপাশের অলিগলির কিছু দোকানেও।

পূর্ব নাখালপাড়ায় নাখালপাড়া রেলগেট থেকে নাবিস্কে যাওয়ার পথে ওষুধের দোকানের সঙ্গে মুদি দোকানগুলোও খোলা দেখা গেল। তবে বেশিরভাগ দোকানেরই দুই শাটারের মধ্যে একটির শাটার অর্ধেক খোলা। যেসব দোকানে শাটার একটি, সেগুলোও অর্ধেক নামানো। পথচলতি মানুষ ছাড়াও অনেক দোকানের সামনেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল স্থানীয়দের। যানবাহনের চাপ না থাকায় ফাঁকা রাস্তায় বেশ আড্ডার মেজাজেই দেখা গেল তাদের।

আড়জতপাড়া ও শাহীনবাগসহ তেঁজগাও-মহাখালী এলাকার অলগলির বেশিরভাগ দোকানপাটও এরকম খোলা দেখা গেছে। অর্ধেক শাটার নামিয়ে চলছে মুদি দোকানগুলো। এসব দোকানের সামনেও ক্রেতাদের আড্ডা দিতে দেখা গেছে।

এদিকে, মহাখালী বউবাজারের কাঁচাবাজারেও দেখা গেছে স্বাস্থ্যবিধির তেমন বালাই নেই। তেজগাঁও, কাওরানবাজারেও একই চিত্র। ক্রেতা-বিক্রেতাদের অনেকের মুখেই নেই মাস্ক। তা নিয়ে কারও ভ্রূক্ষেপও নেই।

বিজ্ঞাপন

মহাখালীর মূল সড়কে দেখা গেছে, রাস্তাঘাটে গাড়ির চলাচল তেমন নেই। মানুষের আনোগোনাও খুব কম। ব্যক্তিগত গাড়িতে করে অনেকেই চলাচল করছেন। মোটরবাইকে যাত্রীরা গন্তব্যে পৌঁছাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা থাকলেও অনেক মোটরবাইকেই চালক ছাড়াও যাত্রী বা আরোহী দেখা গেছে। এছাড়া সড়কে রিকশার চলাচল স্বাভাবিক, চলছে বাইসাইকেলও।

আরও পড়ুন-

ঢাকার সড়কে সেনা টহল, পুলিশের কড়াকড়ি

বিনা কারণে বের হয়ে মিরপুরে আটক শতাধিক

আগারগাঁওয়ে রাস্তা ফাঁকা, অলিগলি ও স্থানীয় বাজারে মানুষের ভিড়

কঠোর বিধিনিষেধেও অপ্রয়োজনে রাস্তায় মানুষ, মামলা-জরিমানা পুলিশের

সারাবাংলা/ইএইচটি/টিআর

অলিগলি বিধিনিষেধ স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর