Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রেকর্ড: করোনায় একদিনে ১৪৩ জনের মৃত্যু

সারাবাংলা ডেস্ক
১ জুলাই ২০২১ ১৮:১৫ | আপডেট: ১ জুলাই ২০২১ ১৮:২৯

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৩ জন, যা এর আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তিন দিন আগেই গত ২৭ জুন একদিনে সর্বোচ্চ ১১৯ জন মারা গিয়েছিলেন।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কেবল মৃত্যু নয়, করোনা সংক্রমণর পরিমাণও গত ২৪ ঘণ্টায় খুব একটা কমেনি। আগের দিন একদিনে সর্বোচ্চ ৮ হাজার ৮৮২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জনের মধ্যে। একদিনে সংক্রমণ শনাক্তের ক্ষেত্রে এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৬৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ৩২ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৫টি নমুনা। এই সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় তিন হাজার কম। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে দেশে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ৮ হাজার ৩০১টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হলো ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে যে ১৪৩ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, এ নিয়ে দেশে এই সংক্রমণে প্রাণহানি দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৯০ জন, নারী ৫৩ জন। তাদের ১১ জন বাসায় এবং বাকি ১৩২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৪৩ জনের প্রায় অর্ধেক— ৭০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৮ জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন মারা গেছেন। এর বাইরে ১১ থেকে ২০ বছর বয়সী একজন এবং ১০ বছরের কম বয়সী এক শিশুও গত ২৪ ঘণ্টায় মারা গেছে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টাতেও সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ জন মারা গেছেন ঢাকা বিভাগে, তৃতীয় সর্বোচ্চ ১৯ জন রাজশাহী বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে আট জন, সিলেট বিভাগে সাত জন ও ময়মনসিংহ বিভাগে তিন জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনাভাইরাস করোনায় মৃত্যু কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর