রাজধানীতে ৭৩ জনকে গ্রেফতার, বিভিন্ন মেয়াদে ৮ জনের সাজা
১ জুলাই ২০২১ ১৫:৩৩ | আপডেট: ১ জুলাই ২০২১ ১৯:৪৬
ঢাকা: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথমদিনে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অভিযোগে নিয়মিত মামলা দিয়ে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আটক করা হয়েছে ২৪৯ জনকে।
বৃহস্পতিবার (১ জুলাই) ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার ইফতেখারুল ইসলাম সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এই সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটজনকে ছয় মাস থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রাইভেটকার মালিকদের জরিমানা করা হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।
এর আগে ভোর ছয়টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে সাতদিনের কঠোর বিধিনিষেধ। এদিন ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ ঘোষিত প্রজ্ঞাপনে নানান নিষেধাজ্ঞা ও প্রশাসনের মৌখিক সতর্কতা রয়েছে।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, সংখ্যায় কম হলেও ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী। শিল্প-কারখানার শ্রমিকদের পাশাপাশি দিনমজুরদেরও দা-কোদাল নিয়ে ফুটপাতে কাজের জন্য বসে থাকতে দেখা গেছে। খোলা রয়েছে হোটেল-রেস্টুরেন্ট। কোনো কোনো ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। তবে প্রশাসনের সর্বাত্মক তৎপরতা দেখা গেছে রাজধানীর পথে পথে। চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাচ্ছেন তারা।
সারাবাংলা/এএম