মগবাজারে বিস্ফোরণ: মৃত্যুর সংখ্যা বেড়ে ১১
১ জুলাই ২০২১ ১৫:১৯ | আপডেট: ১ জুলাই ২০২১ ১৫:২৪
ঢাকা: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় রাসেল (২৩) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ জনে।
বৃহস্পতিবার (১জুলাই) বেলা সোয়া ২টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, রাসেলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া তার শরীরে গ্লাসে কাটা চিহ্ন ছিল। গতকাল তাকে এইচডিইউ থেকে আইসিইউতে নেওয়া হয়।
ডা. সামন্ত বলেন, ঘটনার দিন মোট ১৭ জন বার্ন ইনস্টিটিউটে আসে। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পাঁচজনকে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে তিনজন মারা গেছেন। জাফর আলীকে (৬১) ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে আবুল কালাম কালু নামে একজন ভর্তি আছে।
রাসেলের চাচা মানারুল হক বলেন, রাসেল ঠাকুরগাঁও কলেজে অনার্স ২য় বর্ষে পড়াশোনা করত। তিন ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। তার বাবার নাম জসিম উদ্দিন। রাসেল গত ছয় মাস আগে ঢাকা আসে। ঘটনার এক সপ্তাহ আগে বেঙ্গল মিটে চাকরি হয় তার।
সারাবাংলা/এসএসআর/এসএসএ