Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার ১২ লাখ ও শনিবার ১৩ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন আসছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ১৫:০৬

ঢাকা: দেশে শুক্রবার (২ জুলাই) যুক্তরাষ্ট্র থেকে আসছে ১২ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন। শনিবার (৩ জুলাই) আসবে অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আসবে।

বৃহস্পতিবার (১ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২ জুলাই (শুক্রবার) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে পাঠানো মডার্নার মোট ২৫ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসবে এবং আগামী পরশু ৩ জুলাই সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন আসবে।

শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে এই ভ্যাকসিন গ্রহণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এসবি/এসএসএ

ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর