Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ১৩:১৫

যশোর: সীমান্তবর্তী জেলা যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।

৫৩৭ জনের নমুনা পরীক্ষা করে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন। শনাক্তের হার ২৭ শতাংশ। তিনি জানান, আক্রান্তের হার সদর ও সীমান্তবর্তী উপজেলায় বেশি।

যশোরে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হলো। মোট আক্রান্ত ১২ হাজার ৫০৭ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৪৯ জন।

এদিকে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিয়ে যশোর জেলা শহরে বাড়তি তৎপরতা দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর। কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।

সারাবাংলা/এএম

করোনা আক্রান্ত টপ নিউজ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর