মগবাজারে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু
১ জুলাই ২০২১ ০৯:৪৮ | আপডেট: ১ জুলাই ২০২১ ১৫:৫২
ঢাকা: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নুরুন্নবী মন্ডল (৩৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে। বৃহস্পতিবার (১জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। এর আগে গতকাল ভোরে মারা যান ইমরান হোসেন (২৫) নামে একজন।
নুরুন্নবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ। তিনি বলেন, নুরুন্নবীর শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল এবং শরীরে গ্লাসের কাটা চিহ্ন ছিল।
বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আরও তিন জন ভর্তি আছে। তারা হলেন, রাসেল (২১), জাফর আলী (৬১) ও আবুল কালাম কালু (৩৩)। এর মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। একই ঘটনায় ঢাকা মেডিক্যালে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
মৃত নুরুন্নবীর স্ত্রী পপি আক্তার জানান, তাদের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। নুরুন্নবীর বাবার নাম ইসলাম মন্ডল। নুরুন্নবী ঢাকায় ভ্যান চালাতো। থাকতো হাতিপুল বাটা সিগন্যাল মোড়ে একটি ম্যাসে। পপি এক ছেলেকে নিয়ে গ্রামে থাকত।
আরও পড়ুন-
- মগবাজারের বিস্ফোরণে নিহত ৭
- হঠাৎ বিস্ফোরণ, তারপর ধ্বংসস্তূপ [ছবি]
- মগবাজারে বিস্ফোরণ: ৪ সদস্যের তদন্ত কমিটি
- মগবাজারে বিস্ফোরণ: আলামত সংগ্রহ করেছে সিআইডি
- এসি থেকে বিস্ফোরণের ঘটনা, ধারণা পুলিশ-ফায়ার সার্ভিসের
- মগবাজারে বিস্ফোরণ, দগ্ধ-আহত ১৯ জন ঢামেক হাসপাতালে
- মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে পড়তে পারে ভবনটি
- মগবাজারে বিস্ফোরণ: হাসপাতালে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন অর্ধশত
- ‘মগবাজারের বিস্ফোরণ তদন্তে বোমা ও স্পেশাল ইউনিটের সমন্বয়ে কমিটি’
সারাবাংলা/এসএসআর/এসএসএ