রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১
১ জুলাই ২০২১ ০৯:০৪
ঢাকা: রাজধানীর ইসলামবাগ আলিরঘাট এলাকায় রাস্তার পাশে ট্রান্সমিটার বিস্ফোরণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মারুফ হোসেন (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন দগ্ধসহ মোট চার জন আহত হয়েছেন। দগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ও আহতদের মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৩০জুন) রাত ১০টার দিকে আলিরঘাট বেরিবাধে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুল হাসান জানান, রাতে বৃষ্টির সময় আলিরঘাট বেরিবাধের উপর রাস্তার পাশে বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে তার ছিঁড়ে একটি ট্রাক ও বাইসাইকেলের উপর পরে। এতে মোট ৫জন দগ্ধ ও আহত হয়। তাদেরকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দগ্ধ তিন জনকে বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মারুফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুইজন দগ্ধ হলেন সোহাগ (৪৮) ও সারোয়ার (২৫)। তাদের চিকিৎসা চলছে।
মৃত মারুফের খালাতো ভাই কাউসার আহমেদ জানান, তারা কামরাঙ্গীরচর খলিফাঘাটে থাকেন। মারুফ তার মামা মো. সারোয়ারকে (২৫) বাইসাইকেলে নিয়ে বেরিবাধ দিয়ে যাওয়ার সময় বৃষ্টিতে ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে বিদ্যুতের তার ছিঁড়ে পরে। পরে খবর পেয়ে তাদেরকে মিটফোর্ড হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে মারুফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারুফের বাবার নাম আমির হোসেন।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিতসক জানান, দগ্ধ সোহাগের ৫ শতাংশ ও সারোয়ারের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ