Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদোন্নতি পেলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ২২:৪৩

ঢাকা: পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

বুধবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০১৯ সালের ২৪ অক্টোবর থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন।

পরবর্তীতে চলতি বছরের ৪ এপ্রিল তাকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়।

১৯৬৩ সালে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন লোকমান হোসেন মিয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি চাকরি জীবনে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক, জীবন বীমা করপোরেশনের জি এম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, নরসিংদী জেলা পরিষদের সচিব, মহেশপুর উপজেলায় ইউএনও, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ডেপুটি ডিরেক্টর, ঢাকা সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব, নারায়ণগঞ্জ সদর ও আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার ভূমিসহ সরকারের অন্যান্য সেক্টর এবং মন্ত্রণালয়ের কয়েকটি দফতরসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/এসবি/একে

লোকমান হোসেন সচিব সিনিয়র সচিব স্বাস্থ্যসবা বিভাগ