Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির নতুন উপ-উপাচার্য মাহবুবুর রহমান

ইবি করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ২২:০৬

কুষ্টিয়া: পাঁচ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

বুধবার (৩০ জুন) রাষ্ট্রপ‌তির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০, (সংশোধিত আইন, ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে মেয়াদ পূর্ণ করেন ইংরেজি সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। টানা দুই মেয়াদে এ পদে দায়িত্ব পালন করেন তিনি।

সারাবাংলা/একে

ইসলামী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর