অনলাইন কেনাকাটায় নতুন মাত্রা— ইভ্যালির টি১০
৩০ জুন ২০২১ ২১:৩৯ | আপডেট: ৩০ জুন ২০২১ ২১:৪০
ঢাকা: অনলাইন কেনাকাটায় গ্রাহকদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ইভ্যালি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন টি১০। নতুন এই ক্যাম্পেইনের আওতায় সরকারি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক এবং ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডট কম ডট বিডি।
বুধবার (৩০ জুন) ইভ্যালির তরফ থেকে জানানো হয়— গ্রাহকদের অবিরাম চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন আঙ্গিকে আরও আকর্ষণীয় অফার এবং সেবার সমন্বয়ে টি১০ ক্যাম্পেইন সাজানো হয়েছে।
ইভ্যালির টি১০ ক্যাম্পেইন চলবে প্রতি শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে। এই ক্যাম্পেইনের আওতায় যে কোনো পণ্য বা সেবার মূদ্রিত মূল্যের মাত্র ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে আর বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) পরিশোধ করা যাবে। আর ডেলিভারি পাওয়া যাবে মাত্র ১০ দিনের মধ্যেই।
এ ব্যাপারে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন,ইভ্যালির ওপর গ্রাহকের আস্থা এবং বিশ্বাসই প্রতিষ্ঠানটির পথচলার প্রেরণা। আর সেই বিশ্বাসের বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং গ্রাহকের ই-শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা দিতেই এই টি১০ ক্যাম্পেইন। নতুন এই ক্যাম্পেইন সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সারাবাংলা/একেএম
অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি টি১০ ক্যাশ অন ডেলিভারি (সিওডি) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর