Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে একদিনে ৮৮৮২ সংক্রমণের নতুন রেকর্ড

সারাবাংলা ডেস্ক
৩০ জুন ২০২১ ১৭:৩০ | আপডেট: ৩০ জুন ২০২১ ১৭:৫৭

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮৮২ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর একদিনে এত বেশি সংক্রমণ আর কখনো শনাক্ত হয়নি।

এর আগে, গত পরশু সোমবার (২৮ জুন) দেশে একদিনে রেকর্ড ৮ হাজার ৩৬৪ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছিল। এর আগের দিন শনাক্ত হয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৬৬৬ সংক্রমণ। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ৮৮২ সংক্রমণ শনাক্ত হলো।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১১৫ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। এ নিয়ে দেশে এই সংক্রমণে প্রাণহানি দাঁড়ালো ১৪ হাজার ৫০৩ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আগের দিনের মতোই ৫৬৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ৩৭ হাজার ৮৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ১০৫টি নমুনা। এই সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় চার হাজার বেশি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে দেশে ৬৬ লাখ ৮ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ৮ হাজার ৮৮২টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হলো ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর