Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ দিনের মধ্যে হাতিরঝিলের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৬:৩৩ | আপডেট: ৩০ জুন ২০২১ ১৬:৩৬

ঢাকা: রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টকে পাবলিক ট্রাস্ট (জনগণের সম্পত্তি) ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রকল্প এলাকার সব বাণিজ্যিক স্থাপনা আগামী ৬০ দিনের মধ্যে উচ্ছেদ করতে বলেছেন আদালত। রায়ে ১০ দফা নির্দেশনা দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুন) এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়েস আল হারুনী।

রায়ের ১০টি নির্দেশনাগুলো হলো:

১. তুরাগ নদীর রায়ের আলোকে ঢাকার হাতিরঝিলকে জনগণের সম্পত্তি ঘোষণা করা হয়। ২. হাতিরঝিল প্রকল্পে হোটেল, রেস্টুরেন্ট ও দোকানসহ সব ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন অবৈধ ঘোষণা করা হয়। আগামী ৬০ দিনের মধ্যে সব বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। ৩. প্রকল্প এলাকায় বাণিজ্যিক স্থাপনা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

৪. প্রকল্পের সংরক্ষণ, উন্নয়ন ও পরিচালনার জন্য পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। ৫. প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে বুয়েটের প্রকৌশল বিভাগ ও সেনাবাহিনীর ২৪তম ব্রিগেডকে যৌথভাবে পরামর্শক নিয়োগ করা হয়। ৬. প্রকল্প এলাকায় জনসাধারণের জন্য আন্ডারগ্রাউন্ডে ওয়াশরুম তৈরি করা। ৭. প্রকল্প এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা। ৮. পায়ে চলা, সাইকেল চালান ও প্রতিবন্ধীদের জন্য আলাদা চলাচলের ব্যবস্থা গ্রহণ করা। ৯. প্রকল্প এলাকার লেকে মাছের অভয়ারণ্য তৈরি করা। ১০. প্রকল্প এলাকায় বাণিজ্যিক কোনো স্থাপনা করা যাবে না।

বিজ্ঞাপন

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে আউট প্লানের নির্দেশনার বাইরে কতিপয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা বন্ধে রাজউকের নিষ্ক্রিয় থাকার প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর ২০১৮ সালে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই সময় রুল জারি করেন হাইকোর্ট। আজ ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/এনএস

টপ নিউজ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ হাইকোর্ট হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর