Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশ যেতে চাইলে খালেদা জিয়াকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৫:০৭

আনিসুল হক, ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে রাষ্ট্রপতি অথবা সরকারের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে গেলে সেকশনের ৪০১ ধারায় অবশ্যই তাকে দোষ স্বীকার করতে হবে। পার্লামেন্টে বক্তব্য দিয়ে উনাকে মুক্ত করা যাবে না।

বুধবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিএনপির হারুনুর রশীর ও ব্যারিস্টার রুমিন ফারহানা খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, যদি কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে হয়, সেটা একমাত্র আইনের মাধ্যমে মুক্ত করতে হবে। আরেকটি আইন আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। আর না হলে প্রধানমন্ত্রী বা সরকারের কাছে সেকশন ৪০১ অনুযায়ী ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলে যদি তারা বিবেচনা করেন, ক্ষমা করতে পারেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশয়নায় মুক্তি দেয়া হয় তখন প্রথম শর্তের একটা হচ্ছে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হচ্ছে তিনি দেশে থেকে চিকিৎসা নেবেন। এটাকে ৪০১ ধারায় দরখাস্ত হিসেবে তারা সাবমিট করে। এই শর্তে তার দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দান করি। তারা এটা গ্রহণ করেছে এবং গ্রহণ করে এটা কার্যকর করেছে। মাননীয় স্পিকার আপনি একজন দক্ষ আইনজীবী হিসেবে বুঝবেন- একটা দরখাস্ত যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন সেই দরখাস্ত কি পুনর্বিবেচনা করা যায়? উনারাতো এই দুটি কথা বলে উনাকে মুক্ত করে রেখেছেন। তারপর আবার এখন তারা বলছেন তাকে বিদেশ পাঠাতে হবে। এটা কি রকম কথা? ওই দরখাস্ত তো শেষ। ওই দরখাস্তের উপরে তো আর কেউ কিছু করতে পারবে না।

বিজ্ঞাপন

‘খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। উনার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। উনি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তাই চিকিৎসা পান নাই এ কথাটা বলতে পারেন না। হাসপাতালে ভর্তি হতে পারে না, বাধাগ্রস্ত করি এমন নজিরও দেখাতে পারবেন না। তাহলে উনারা চিকিৎসা পান না এ কথা বলেন কেন?’ যোগ করেন মন্ত্রী

সারাবাংলা/এএইচএইচ/এএম

আনিসুল হক খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর