সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে
৩০ জুন ২০২১ ১৩:৫৬ | আপডেট: ৩০ জুন ২০২১ ১৬:২৯
ঢাকা: করোনা প্রতিরোধে চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের প্রথম চালান ঢাকায় পাঠাতে প্রস্তুতি নিয়েছে বেইজিং। প্রথম চালানে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে। ঢাকায় নিযুক্ত চীন দূতাবাসের উপ-প্রধান এবং মিনিস্টার হুয়ালং ইয়ান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের প্রথম চালান ঢাকায় পাঠাতে সকল প্রস্তুতি নিয়েছে বেইজিং। আগামী দুই/তিন দিনের মধ্যে প্রথম চালান ঢাকায় আসবে।
বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের এই ভ্যাকসিনের ক্রয়মূল্য গত মে মাসে প্রকাশ হয়ে গেলে এই ভ্যাকসিন পেতে অনিশ্চয়তা দেখা দেয়। কেননা চীনের এই ভ্যাকসিন বাংলাদেশ যে মূল্যে ক্রয় করছে তা থেকে বেশি মূল্যে শ্রীলংকা সহ একাধিক দেশের কাছে বিক্রয় করেছে চীন। ফলে বাংলাদেশের কেনা মুল্য প্রকাশ হয়ে গেলে বেশি দামে কেনা দেশগুলো চীনের উপর চড়াও হয়। এই ঘটনায় বাংলাদেশের উপর নাখোশ হয় চীন এবং বাংলাদেশের ভ্যাকসিন না পাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তী সময়ে দেশের কূটনৈতিক তৎপরতার কারণে সমস্যার সমাধান ঘটে।
সারাবাংলা/জেআইএল/এএম