Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৩:৪৫

সাতক্ষীরা: জেলার দেবহাটা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে একই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পারুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুষ্পকাটী গ্রামের মহিউদ্দিনের ছেলে সজীব (২৬), আরশাদ আলীর ছেলে আশরাফুল (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপব কুমার সাহা জানান, মোটরসাইকেল চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতবেগে পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। এ সময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে লেগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান তিনজন।

সারাবাংলা/এএম

সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর