সব ধরনের গণপরিবহন ৭ দিনের জন্য বন্ধ
৩০ জুন ২০২১ ১৩:০৬ | আপডেট: ৩০ জুন ২০২১ ১৭:৪০
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশের সব ধরনের গণপরিবহন চলাচল সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস, নৌ, রেল এবং অভ্যন্তরীণ বিমান চলাচল করতে পারবে না। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।
বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞপন জারি করেছে। সেখানে বলা হয়, দেশে সব ধরনের গণপরিবহন বাস, রেল, নৌ অভ্যন্তরীণ বিমানসহ সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে। অভ্যন্তরীণ কোনো রুটে ফ্লাইট চলতে পারবে না।
তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। আন্তর্জাতিক যাত্রীরা তাদের বিমানের টিকেট দেখিয়ে গাড়িতে যাতায়াত করতে পারবেন বলেও ওই প্রজ্ঞপনে বলা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল বিধিনিষেধ জারির পর থেকে প্রায় দেড় মাস গণপরিবহন বন্ধ রাখা হয়। এরপর কিছুটা শিথিল করে চলাচলে অনুমতি দেওয়া হয়। তবে আগামীকাল ১ জুলাই থেকে সম্পূর্ণভাবে গণপরিবহন বন্ধ ঘোষণা করে প্রজ্ঞপন জারি করা হলো।
সারাবাংলা/জেআর/এনএস