Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপি বলছে বিনা কারণে বের হলেই গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১২:৫১ | আপডেট: ৩০ জুন ২০২১ ১৪:০২

ঢাকা: সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে সঙ্গত কোনো কারণ ছাড়া কেউ রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। তাদের গ্রেফতার করা হবে এবং কারাগারে পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি

বুধবার (৩০ জুন) দুপুর সোয়া ১২টায় ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, সঙ্গত কারণ ছাড়া কেউ রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারায় মামলা করা হবে। গ্রেফতার করা হবে এবং কারাগারে পাঠানো হবে। পুলিশ এবার খুবই কঠোর থাকবে। কাজেই বিনা কারণে কেউ যেন রাস্তায় বের না হন।

তিনি বলেন, রাজধানীতে যদি প্রতিদিন পাঁচ হাজার মানুষকে গ্রেফতার করতে হয় তবুও আমরা প্রস্তুত আছি এবং তাই করব। পাঁচ হাজার বা তারও বেশি মানুষকে আমরা গ্রেফতার করবো এবং তাদের জেলে পাঠাবো। পরবর্তীতে তাদের আদালতে বিচারের মুখোমুখি করব।

এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, সড়কে কোনো যন্ত্রচালিত যানবাহন চলবে না। তবে প্যাডেল চালিত রিকশা চালানো যাবে। সেই রিকশায় জরুরি প্রয়োজনে যেমন— কাঁচা বাজার, ওষুধ কেনা বা হাসপাতালে রোগী নেওয়া ইত্যাদি করা যাবে। ঘোরাফেরার জন্য রিকশা ব্যবহার করা যাবে না। কোনো আত্মীয়-স্বজনের বাসাতেও বেড়াতে যাওয়া যাবে না। সবকিছু ঠিক থাকবে, যদি চেকপোস্টের পুলিশ ওই ব্যক্তির বের হওয়ার কারণকে যুক্তিযুক্ত মনে করেন।

গণমাধ্যমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণমাধ্যম কর্মী যারা আছেন তারা নিজ নিজ আইডি কার্ড গলায় ঝুলিয়ে অ্যাসাইনমেন্ট কাভার করবেন। এমনকি তারা রাজধানীতে পদচারণাও করতে পারেন তাদের কাজের স্বার্থে। এক্ষেত্রে পুলিশ কোনো বাধা দেবে না। এমনকি তারা অফিসের গাড়িও ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মহানগরীর প্রধান সড়কসমূহ ও অলিগলিতে পুলিশি টহল বৃদ্ধি করা হবে। কোথাও কোনো দোকান-পাঠ খুলতে দেওয়া হবে না। বাজারগুলোতে সবচেয়ে বেশি ভিড় হয়। ভিড় এড়াতে সকল কাঁচা বাজারগুলো রাস্তায় আনা হবে। যাতে সবাই স্বাচ্ছন্দে বাজার করতে পারে।

কমিশনার আরও বলেন, ঢাকা মহানগরীর প্রবেশ ও বাহির পথে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট ব্যবস্থাপনা জোরদার করা হবে। বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অর্ডিন্যান্স অনুসারে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্ষেত্রে বিশেষে ট্রাফিক আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধি ২৬৯ ধারা অনুসারে গ্রেফতারসহ নিয়মিত মামলা রুজু করা হবে। মহানগরী এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করা বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

ব্যক্তিগত গাড়ি চালানোর বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, কোনো যানবাহন চলবে না। তবে সরকার নির্দেশিত যাদের গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া আছে, তারা চালাতে পারবেন। এর বাইরে কেউ ব্যক্তিগত গাড়ি চালাতে পারবেন না।

বিদেশ থেকে আসা যাত্রীদের আত্মীয়-স্বজনদের বিমানবন্দরে যাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে ওই যাত্রী বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে নিজেই যেন বাড়িতে যায়, সেই ব্যাপারে অনুরোধ করা হচ্ছে।

সারাবাংলা/ইউজে/এনএস

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সরকার ঘোষিত বিধিনিষেধ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর