সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ উন্নতি
৩০ জুন ২০২১ ০৬:৫৪ | আপডেট: ৩০ জুন ২০২১ ১৩:৫৯
ঢাকা: বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে (জিসিআই) বাংলাদেশ ৭৮তম অবস্থান থেকে ২৫ ধাপ এগিয়ে ৫৩তম অবস্থানে উঠে এসেছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তুলনামূলক সাইবার নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১১তে। এই আঞ্চলিক তালিকার শীর্ষে দক্ষিণ কোরিয়া, চতুর্থ ভারত আর চীনের অবস্থান আটে।
বিশ্বের ১৯৪ দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি পদক্ষেপ, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিউ) প্রণীত সূচকে বাংলাদেশের স্কোর ৮১.২৭।
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচক ২০২০
আইটিউ’র ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তালিকায় ১০০ স্কোর নিয়ে সাইবার নিরাপত্তায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ৯৯.৫৪ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় যুক্তরাজ্য-সৌদি আরব। ৯৯.৪৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে এস্তোনিয়া।
সরকারি সাইবার নিরাপত্তা প্রকল্প বিজিডি ই-গভ সার্ট এর পরিচালক তারেক এম বরকতউল্লাহ মনে করছেন এই অর্জন সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন।
পাশাপাশি, সাইবার হামলা প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশ ভবিষ্যতে আরও দক্ষতার পরিচয় দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সারাবাংলা/একেএম
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিউ) টপ নিউজ বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচক (জিসিআই) সাইবার নিরাপত্তা সাইবার-হামলা