Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অশ্লীল ভিডিও নির্মাণে জড়িত ৫ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ০১:১৪ | আপডেট: ৩০ জুন ২০২১ ০১:২৪

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে অশ্লীল ভিডিও নির্মাণের সঙ্গে জড়িত দুই নারী ও তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার রাজিবুল আলমের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ভিডিও নির্মাণে ব্যবহৃত ক্যামেরা।

মঙ্গলবার (২৯ জুন) সকালে ভিডিও নির্মাণের সময় তাদের আটক করে বিকেল তিনটায় শাস্তির আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চর সারোটিয়া গ্রামের আকবর আলীর ছেলে কায়েস, রায়গঞ্জ উপজেলার পূর্ব পাইকপাড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে আইয়ুব আলী, উল্লাপাড়া উপজেলার ব্রক্ষকপালিয়া গ্রামের গোলবার আলীর ছেলে মুকুল হোসেন এবং দিনাজপুরের দুই নারী।

এদের মধ্যে মুকুল হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, আইয়ুব আলী ও কায়েসকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং দুই নারীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে রায়গঞ্জের ইউএনও বলেন, দণ্ডপ্রাপ্তরা অর্থের বিনিময়ে অশ্লীল ভিডিও নির্মাণ করে ফেসবুক, ইউটিউব এবং টিকটকে প্রকাশ করতো। তাদেরকে পর্নোগ্রাফি আইনের অধীনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একেএম

অশ্লীল ভিডিও নির্মাণ পর্নোগ্রাফি মামলা ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর