মোংলায় শেখ তন্ময়ের জন্মদিন উদযাপন
২৯ জুন ২০২১ ২৩:০০ | আপডেট: ৩০ জুন ২০২১ ০০:৫১
মোংলা: বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়ের ৩৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৯ জুন) সকালে এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটা হয়।
পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইমাম হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইজারদার বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মণ্ডল, বেসরকারিভাবে নির্বাচিত সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকরাম হোসেন ইজারদার, বেসরকারিভাবে নির্বাচিত বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হোসেন, আওয়ামী মহিলা যুবলীগের সভানেত্রী সুমি লীলা, কৃষক লীগের সদস্যসচিব বিনয় কৃষ্ণ মণ্ডলসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মের আইকন শেখ সারহান নাসের তন্ময় এমপির নেতৃত্বে তৃণমূলে আওয়ামী লীগের শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, শেখ সারহান নাসের তন্ময় ১৯৮৭ সালের ২৯ জুন জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ হেলাল উদ্দিন এমপি, মা শেখ রুপা চৌধুরী। লন্ডন থেকে সাংবাদিকতায় স্নাতক এই সাংসদ সিঙ্গাপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ তন্ময়।
সারাবাংলা/একেএম