মগবাজারে বিস্ফোরণের মামলার প্রতিবেদন ১০ আগস্ট
২৯ জুন ২০২১ ১৯:৪১ | আপডেট: ৩০ জুন ২০২১ ০০:১৩
ঢাকা: রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। তিনি রমনা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মাসুমকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
এদিন সকালে পুলিশ বাদী হয়ে রমনা থানায় অবহেলাজনিত প্রাণহানির অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজারের ওয়্যারলেস এলাকার ওই ভবনে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের বেশ কয়েকটি ভবন এবং কয়েকটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি ভবন ও এসব বাসের জানালার কাঁচ ভেঙে পড়ে। এখন পর্যন্ত এ ঘটনায় সাত জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়েছেন আরও কমপক্ষে অর্ধশত ব্যক্তি।
সারাবাংলা/এআই/টিআর