বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
২৯ জুন ২০২১ ২৩:৫৯ | আপডেট: ৩০ জুন ২০২১ ০০:০৫
সাতক্ষীরা: সাতক্ষীরার সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন তরুণ নিহত হয়েছেন। নিহত তিন জনই ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৯ জুন) রাত ১০টার দিকে সড়কের পারুলিয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন— সদর উপজেলার আলিপুর বুলারআটি গ্রামের জাহাঙ্গীরের ছেলে মামুন (২৩), একই গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৩) ও দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে সজিব (২২)।
স্থানীয়রা জানান, একটি হিরো হোন্ডা মোটরসাইকেলে নলতা থেকে এই তিন তরুণ বাড়িতে ফিরছিল। পথে পারুলিয়া হাইস্কুলের সামনে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেলটি বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই তিন জন নিহত হন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা দুর্ঘটনায় তিন জনের নিহত হওয়ার তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন। দুর্ঘটনাস্থল থেকে তিনি জানিয়েছেন, মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/টিআর