‘শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে তারপর খোলা হবে কলেজ-বিশ্ববিদ্যালয়’
২৯ জুন ২০২১ ১৫:৫৩ | আপডেট: ২৯ জুন ২০২১ ২৩:৫৪
ঢাকা: শিক্ষার্থীদের করোনাভাইরাসর ভ্যাকসিন দিয়ে তারপরই কেবল কলেজ ও বিশ্ববিদ্যায়গুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এলে তারপর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার বয়সের একটি সীমাবদ্ধতা রয়েছে। সেই নিয়ম মেনে আমরা স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষায় যারা আছে, সবাইকে যেন ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারি, সেই চেষ্টা সরকার করছে। দ্রুত যেন আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি, সেই ব্যবস্থাটা করা হবে।
আরও পড়ুন- জনগণকে বিনামূল্যেই ভ্যাকসিন দেওয়া হবে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেলেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আর করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের মার্চ থেকেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে শিক্ষার্থীরা যেন শিক্ষা কার্যক্রমের মধ্যে থাকতে পারে, সরকার সেই চেষ্টা করছে জানিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, করোনা মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকেই শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় পদক্ষেপ নিয়েছি। ‘আমার গৃহ আমার স্কুল’, ‘ঘরে বসে শিখি’সহ সংসদ টেলিভিশনের মাধ্যমে দূরশিক্ষণ কার্যক্রম চলছে। বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও ও অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। এতে করে প্রায় চার কোটি শিক্ষার্থীদের দীর্ঘ একবছর শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখা সম্ভব হয়েছে।
সংসদ অধিবেশনে এদিন কয়েকটি সংশোধনী গ্রহণ করে অর্থবিল পাস হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/টিআর